Site icon চ্যানেল আই অনলাইন

তাদের গানে সুরে সেনাবাহিনীর বীরত্বগাঁথা

দেশের প্রধান সামরিক শক্তি সেনাবাহিনী। তাদের নানা পদক্ষেপ, ভূমিকা ও অবদানের বীরত্বগাঁথা কম-বেশি সকলের জানা। এবার সেই গৌরবের গল্পগুলোকে গানের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। গানটির শিরোনাম ‘আমার সেনাবাহিনী’।

এটি মূলত সেনাবাহিনীর থিম সং। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে ‘অনির্বাণ’ অনুষ্ঠানে গানটি প্রচার হয়েছে। এরপর তা অন্তর্জালেও উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন।

তিনি জানান, ‘আমার সেনাবাহিনী’ গানটির সুর সংগীত করেছেন মেধাবী তরুণ জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এর ভোকাল লিংকন। তার ঝাঁজালো কণ্ঠে গানটি যেন ভিন্ন মাত্রা পেয়েছে।

গানটি নিয়ে গায়ক লিংকন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজটি করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। দেশের জন্য যারা নিজেদের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না; এই গানের শুটিংয়ে গিয়ে তা কিছুটা হলেও উপলব্ধি করেছি। সবচেয়ে ভালো লেগেছে যখন শুনেছি, গান তাদের এগিয়ে যাওয়ার শক্তি। শুভ কামনা জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে।’

গীতিকার জীবন বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সেনাবাহিনীর ভূমিকা অসামান্য। তাদের জন্য প্রথমবার থিম সং লিখলাম। এটা যেমন নতুন অভিজ্ঞতা, তেমনি গৌরবেরও বটে। আশা রাখছি, গানটি মানুষের কাছে সেনাবাহিনীর বীরত্বগাঁথা আরও উজ্জ্বল করে তুলবে।’

‘আমার সেনাবাহিনী’র ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান। বিট টেকনোলজিসের ব্যানারে নির্মিত এ ভিডিওর নির্বাহী প্রযোজক মাহমাদুল হাসান।

Exit mobile version