ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌশুলির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই আবেদনকে জঘন্য হিসেবে অভিহিত করে ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আইন প্রণেতাদের সাথে কাজ করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আইসিসি’র ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
এদিকে, পশ্চিমা মিত্রদের কাতারে যোগ না দিয়ে আইসিসি’র সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত, আদালতের নিরপেক্ষতা ও সব পরিস্থিতিতে দায়মুক্তির বিরুদ্ধে সংগ্রামকে সমর্থন জানায় ফ্রান্স।









