চলমান ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রেকর্ড গড়ল ফিলিস্তিন সংকট নিয়ে তিউনিসিয়ার নির্মাতা কাওথার বেন হানিয়ার সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। বুধবার (৩ সেপ্টেম্বর) ভেনিসের স্থানীয় সময় সন্ধ্যায় হয় সিনেমাটির বিশ্বপ্রিমিয়ার। আর সিনেমাটি শেষ হতেই কড়তালিতে রেকর্ড গড়ে সিনেমাটি!
ভেনিসে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ছবিটি পেয়েছে টানা ২৩ মিনিট ৫০ সেকেন্ডের স্টেন্ডিং অভেশন (দাঁড়িয়ে করতালি)। এদিকে আলো নিভে গেলে দর্শকরা একসঙ্গে স্লোগান দেন- “ফ্রি প্যালেস্টাইন।”

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার বিষয়বস্তু করা হয়েছে ২০২৪ সালের জানুয়ারির সেই ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে নিহত হন ৫ বছরের হিন্দ রজব, তার চার কাজিন, খালা–খালু এবং দু’জন প্যারামেডিক।
ওইদিন ৫ বছর বয়সী হিন্দ রজব গাজায় পরিবারের সঙ্গে পালানোর চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বেঁচে থাকা একমাত্র হিন্দ ফোন করে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের কাছে সাহায্য চান। তবে অ্যাম্বুলেন্স ও হিন্দ— দু’জনকেই পরে টার্গেট করে হামলা চালানো হয়। যে ঘটনাটি পৃথিবীতে বেশ আলোড়ন তুলেছিলো।
প্রদর্শনী শেষে অভিনেতা মোটাজ মালহিস দর্শকের কাছ থেকে একটি ফিলিস্তিনি পতাকা নিয়ে উঁচিয়ে ধরেন। অনেক দর্শক ছবির সময় ও শেষে অশ্রু সংবরণ করতে পারেননি বলে জানিয়েছে বিশ্ব গণমাধ্যম।

এর আগে ব্র্যাড পিট, জোয়াকিন ফিনিক্স, রুনি মারা, আলফোনসো কুয়ারন ও জনাথন গ্লেজার নির্বাহী প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে যুক্ত হন। প্রিমিয়ারে উপস্থিত ‘জোকার’ খ্যাত ফিনিক্স ও মারা টিমের সঙ্গে করতালিতে অংশ নেন।
প্রদর্শনী শেষে নির্মাতা কাওথার বেন হানিয়া বলেন,“এমন একটি চলচ্চিত্র নির্মাণ প্রয়োজন ছিল। কারণ সংবাদ আমাদের যে তথ্যগুলো মনে করিয়ে দেয়, আমরা তা প্রায়ই ভুলে যাই। পাঁচ বছরের শিশু হিন্দের কণ্ঠ আসলে গাজার কণ্ঠস্বর, যারা সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে।”
গোল্ডেন লায়ন প্রতিযোগিতায় থাকা ছবিটি দর্শক ও সমালোচকদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তিউনিসিয়া ইতোমধ্যেই ছবিটিকে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতে নিজেদের অফিশিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত করেছে।

প্রেস কনফারেন্সে অভিনেত্রী সাজা কিলানি বলেন, “এটা কোনো কল্পকাহিনি নয়। হিন্দের গল্প একটি জাতির বেদনার প্রতীক। হাজারো শিশু নিহত হয়েছে গত দুই বছরে। তাদের প্রতিটি কণ্ঠের প্রতিনিধিত্ব করছে হিন্দ।”
ছবিটি নিয়ে ডেডলাইন ম্যাগাজিনের সমালোচক ড্যামন ওয়াইজ লেখেন, “এটি একটি অসাধারণ সিনেমা, যা গাজার মুক্তিকামী আন্দোলনের জন্য আলোর দিশারি হতে পারে। সিনেমার ভাষায় এটি ভীষণ জরুরি ও শক্তিশালী।”
এর আগে কাওথার বেন হানিয়ার ছবি ‘ফোর ডটার্স’ অস্কারে সেরা ডকুমেন্টারির মনোনয়ন পেয়েছিল। তার আরেকটি ছবি ‘দ্য মেন হু সোল্ড হিজ স্কিন’ ২০২১ সালে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। ডেডলাইন









