শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া।
মঙ্গলবার ২০ আগস্ট দুপুর সাড়ে ১২টায় তিনি পদত্যাগপত্র জমা দেন। ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর দেয়া পদত্যাগপত্রে বদরুজ্জামান ভূঁইয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
এদিকে উপাচার্যের পদত্যাগে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা সকাল থেকেই ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন। শিক্ষার্থী মেহেদী বলেন, অবশেষে স্বৈরাচারের দোসর ভিসি পদত্যাগ করায় ববি স্বাধীন হলো।
তবে শিক্ষার্থীদের আরেকটি পক্ষ ভিসিকে স্ব-পদে বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে।









