তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখ লাখ মানুষ। দেশটির ত্রাণ তৎপরতা দেখতে আগামী রোববার তুরস্ক যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
এদিকে আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা না থাকায় বর্তমানে উদ্ধার কাজ শেষ করা হয়েছে। এখন চলছে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের কাজ।
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলের নাগরিকদের ঠিকমতো সাহায্য পাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই এলাকাটি দেশটির বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি প্রোগ্রাম ডিরেক্টর মাইকেল রায়ান বলেছেন, এটা স্পষ্ট যে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো উত্তর-পশ্চিম সিরিয়ার এলাকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স হেনরি পি ক্লাগ জানিয়েছেন, তুরস্ক ও সিরিয়া মিলিয়ে বর্তমানে ২ কোটি ৬০ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা দরকার।