ইসরায়েলের সম্মতিতে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন পর্যায়ের প্রস্তাব ঘোষণা করেছেন। প্রস্তাবটিতে ইতিবাচক সম্মতি দিয়েছেন হামাস প্রতিনিধিরা।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩১ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধ অবসানে এই প্রস্তাব পেশ করেন প্রেসিডেন্ট বাইডেন। দীর্ঘ আটমাস যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের দেয়া এই স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ এবং বিশ্ব নেতারা।
প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। সেই সময় গাজার সব জনবহুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। আর হামাস ‘নির্দিষ্ট সংখ্যক’ জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলের বন্দি করা কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।
যুদ্ধবিরতি চলার সময় যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয়, তাহলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম চলবে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট জিম্মি মুক্তি দেবে হামাস। আর গাজা থেকে সব সেনাকে সরিয়ে নেবে ইসরায়েল। তৃতীয় পর্যায়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি তার পোষ্টে লিখেন, বিশ্ববাসী গাজায় খুব বেশি দুর্ভোগ এবং ধ্বংস দেখেছে যা এখন বন্ধ করা জরুরি।
তিনি আরও বলেন, আমি মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগকে স্বাগত জানাই এবং যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের মুক্তি, মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করাসহ মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার কামনা করি।









