বন্দুক নিয়ন্ত্রণ আইনকে কঠোর করার আহ্বান জানিয়ে ‘গড সেভ দ্য কুইন’ বাক্যাংশ দিয়ে বক্তৃতা শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত শুক্রবার হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় নিরাপদ সম্প্রদায়ের সম্মেলনে’ যোগ দিয়ে বক্তব্য রেখেছিলেন তিনি।
এ ঘটনার পর দর্শকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। মার্কিন প্রেসিডেন্টের সমাপনী বক্তৃতার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এর অর্থ জানতে বিভিন্ন রকমের প্রশ্ন তুলেছেন।
এ প্রসঙ্গে, হোয়াইট হাউজের প্রধান উপ-প্রেস সচিব অলিভিয়া ডাল্টন সম্মেলনের পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ভিড়ের মধ্যে প্রেসিডেন্ট কাউকে মন্তব্য করে থাকতে পারেন।
বন্দুক সহিংসতা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি এবং আইনজীবীদের উপস্থিতিতে বাইডেন প্রায় ৩০ মিনিটের বক্তৃতায় ঘৃণা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই বন্দুক সহিংসতা হয়। তিনি সার্বজনীন ব্যাকগ্রাউন্ড চেক করে এবং এআর-১৫এস নিষিদ্ধ সহ বেশ কয়েকটি বন্দুক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণে আগ্রহী।
বাইডেন বলেন, তিনি কখনোই বন্দুক সহিংসতার বিষয়ে নতি স্বীকার করবেন না। ডেমোক্র্যাট বা রিপাবলিক যাই হোক না কেন, তাদের সবার চাওয়া পরিবারগুলো নিরাপদে থাকুক।









