Site icon চ্যানেল আই অনলাইন

মুম্বাই হামলায় অভিযুক্ত রানাকে ভারতে পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের

মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি-কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতে হস্তান্তরের অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে ৬২ বছর বয়সী রানার বিরুদ্ধে।

লস্কর-ই-তৈয়বা নামের জঙ্গি সংগঠন ২০০৮ সালের ২৬ নভেম্বরে মুম্বাইতে এক হামলায় ১৬৪ জনকে হত্যা করে, যার মধ্যে ছয় মার্কিন নাগরিক ছিলেন।

ক্যালিফোর্নিয়ার মার্কিন জেলা আদালতের বিচারক জ্যাকুলিন চুলজিয়ান মঙ্গলবার ৪৮ পৃষ্ঠার আদালতের আদেশে বলেন, আদালত অনুরোধের পক্ষে এবং বিপক্ষে জমা দেওয়া সমস্ত নথি পর্যালোচনা ও বিবেচনা করেছে এবং শুনানিতে উপস্থাপিত যুক্তিগুলো বিবেচনা করা হয়েছে।

সবকিছু বিবেচনা করে রানাকে ভারতে পাঠানোর পক্ষে রায় দিচ্ছে আদালত। মার্কিন সেক্রেটারি অফ স্টেট প্রত্যার্পণের যে নির্দেশ দিয়েছে, তার পক্ষে রায় দিয়েছে এই আদালত।

১৯৯৭ সালে দুই দেশের মধ্যে ‘প্রত্যার্পণ’ চুক্তি অনুযায়ী ভারতের অনুরোধে রানাকে আমেরিকায় গ্রেপ্তার করা হয়।

২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত লস্কর-ই-তৈয়বা জঙ্গি সদস্যদের মুম্বাই হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের।

রানা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিচাওয়াতনিতে জন্মগ্রহণ করেন এবং হাসান আবদালের একটি সামরিক কলেজ থেকে মেডিকেল ডিগ্রি অর্জন করেন। এই কলেজেই হেডলির সঙ্গে তার পরিচয় হয়, যিনি আইএসআই এর বড় কর্মকর্তা হয়ে ওঠেন। রানা পাকিস্তান আর্মি মেডিকেল কর্পস-এ ক্যাপ্টেন জেনারেল ডিউটি প্র্যাকটিস করেছিলেন। রানা এবং তার স্ত্রী ১৯৯৭ সালে কানাডায় চলে আসেন এবং ২০০১ সালের জুন মাসে কানাডার নাগরিকত্ব পান। এই দম্পতি মূলত শিকাগোতে বসবাস করতেন এবং একটি ইমিগ্রেশন সার্ভিস এজেন্সিসহ বেশ কয়েকটি ব্যবসার মালিক ছিলেন।

Exit mobile version