চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইউক্রেনকে ১ ডলারের বিনিময়ে ২ টি ড্রোন দিবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের কাছে মাত্র এক ইউএস ডলারের বিনিময়ে দুটি ড্রোন বিক্রি করতে ইচ্ছুক একটি নেতৃস্থানীয় মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান।

গতকাল বুধবার মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেমস তাদের এই আগ্রহের কথা প্রকাশ করে মার্কিন সরকারকে প্রস্তাবটি অনুমোদন করার আহ্বান জানায়।

প্রতিষ্ঠানটি জানায়, তারা কয়েক মাস ধরে ওয়াশিংটনকে ইউক্রেনে তাদের শক্তিশালী গ্রে ঈগল এবং রিপার নামক ড্রোন সরবরাহ করার জন্য অনুরোধ করে আসছে। যা ইতোমধ্যে আফগানিস্তান, সিরিয়া, ইরাক এবং অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে নজরদারি এবং লক্ষ্যবস্তু আক্রমণে দুর্দান্ত প্রভাব ফেলেছে।

ড্রোনগুলি মধ্য উচ্চতায় দীর্ঘ দূরত্বে উড়তে সক্ষম যা সবচেয়ে নিখুত ও শক্তিশালী প্রযুক্তিগুলির মধ্যে একটি। এটি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রয়োজন।

মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনকে আক্রমণ এবং নজরদারির জন্য ইতোমধ্যেই আকৃতিতে ছোট ড্রোন সরবরাহ করেছে। তবে জেনারেল অ্যাটমিক এর মানুষবিহীন বিমানের মতো উন্নত প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষমতা সম্পন্ন ড্রোন আগে পাঠান হয়নি।

জেনারেল অ্যাটমিক্সের প্রধান নির্বাহী লিন্ডেন ব্লু এক বিবৃতিতে বলেন, তারা মার্কিন বা ইউক্রেনীয় সরকারকে বিনা খরচে অপারেটরদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে এছাড়াও প্রতীকী ১ ডলারের বিনিময়ে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও অন্যান্য হার্ডওয়্যারসহ তাদের নিজস্ব দুটি প্রশিক্ষণ বিমান হস্তান্তর করতে প্রস্তুত তারা।

তবে তিনি আরও বলেন, ইউক্রেন বা অন্য কাউকে বিমানের সাজসরঞ্জাম, স্থানান্তর, যুদ্ধক্ষেত্রে সচল রাখা ও অপারেশন সেট করার জন্য অর্থ প্রদান করতে হবে।

তিনি বলেন, “অফারটি একটি অসাধারণ চুক্তি যার সাথে কোন শর্ত যুক্ত নেই, শুধু প্রয়োজন মার্কিন সরকারের অনুমতির।”