ভারতে গত ১০ বছরে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার পরিচালনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় বিভিন্ন শরিক তাদের ছেড়ে চলে গেলেও কোন সমস্যা হয়নি মোদির দল বিজেপির। গত ১০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন মোদি। মোদির জোট সরকারে এই সম্পর্ক কেমন হতে পারে তা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মোদির পরবর্তী জোট সরকার নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, জোট সরকার গঠন তো ভারতের জনগণের ইচ্ছায় হচ্ছে। আমরা সেই মতামতের সম্মান করি। তবে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যুক্তরাষ্ট্র সেভাবেই কাজ করতে থাকবে যেমনটা বাইডেন শুরু থেকে করে এসেছেন।
ম্যাথু মিলার বলেন, মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য এবং অর্থনৈতিক বিষয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র একই ভাবে কাজ করতে থাকবে। আমাদের অগ্রাধিকারে কোন পরিবর্তন আসবে না। তবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র কোন প্রতিনিধি পাঠাবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে এর জবাব দেননি মিলার।
এদিকে মোদিকে বাইডেনের তরফ থেকে শুভেচ্ছা জানাতে দিল্লিতে আসতে চলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। মোদির নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশলগত পার্টনারশিপ নিয়ে আলোচনা করতে জেক সালিভান দিল্লি আসছেন।









