গাজায় ইসরাইলি বোমা হামলা চলতে থাকায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাব পাস করেছে। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলি বাহিনীর অভিযানের পর উদ্বেগ প্রকাশ করে রোগী ও চিকিৎসা কর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ৭ই অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৮ হাজার ৪শ’ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমা হামলায় নিখোঁজ রয়েছেন ৮ হাজার ফিলিস্তিনি। ইসরাইল তাদের মৃতের সংখ্যা সংশোধন করার পর ১ হাজার ১শ’ ৪৭ এ নেমেছে।






