বিএনপি, এনসিপি ও শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে আস্থা ছিল, তারা সেই আস্থার যথাযথ প্রতিদান দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন সংগঠনটির অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া।
আজ (১৭ মে) শনিবার তিনি বলেন, আমরা যে আস্থা রেখেছিলাম, বিএনপি, এনসিপি ও শিক্ষার্থীদের ওপর, তারা কিন্তু সেই আস্থার প্রতিদান দিচ্ছেন না।
তিনি অভিযোগ করে বলেন, যারা ‘উপদেষ্টা’ পরিচয়ে সামনে এসেছেন, তাদের কেউই প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের সম্পদের হিসাব প্রকাশ করেননি। এতে করে এখন যেসব জায়গায় লুটপাটের অভিযোগ উঠছে, সেগুলোকে ‘বিশ্বাসযোগ্য’ মনে হচ্ছে।
দিদারুল ভূঁইয়া বলেন, আমরা বারবার বলেছি— স্বচ্ছতা ছাড়া কোনো পরিবর্তনের আন্দোলন সফল হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এখন নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সরে দাঁড়াচ্ছেন।









