গ্রামীণ টেলিকমের কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাত করে পাচারের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আজ বুধবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাতের আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। আগামী ১৫ জুুলাই সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।
এর আগে, গত বছরের ৩০ মে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার বাদি হয়ে মামলাটি করেন। ১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
জানা যায়, দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের উদ্দেশ্যে স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে এ চার্জশিট দেওয়া হয়েছে।









