Advertisements
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারা। অভিনেত্রী পূজা চেরী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এ কেমন স্বাধীনতা ! এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেয়া যায় না। জানাই তীব্র নিন্দা’।পরীমণি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক’।








