সারাদিন তাপদাহের পর বিকালের বৃষ্টিতে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার (১৭ এপ্রিল) রাজধানী ঢাকা তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
আজ রাজশাহীতে ৪০ দশমিক ২, ঈশ্বরদিতে ৪০ দশমিক ৫, মোংলাতে ৪০ ডিগ্রী, যশোরে ৪০ দশমিক ২, খুলনার কুমারকালিতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, খুলনা, যশোর অঞ্চলে তীব্র মাত্রার তাপপ্রবাহ আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি এবং সিলেটের মৌলভীবাজারে দুটি অঞ্চলে তাপপ্রবাহ চলছে।
আজ দেশের রের্কড সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলি হাওর এলাকায় ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।







