বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জানমাল-নিদর্শন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীর অর্থদাতা এবং পরিকল্পনাকারীদের বিচার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন প্রজন্মের চেতনা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজন্মের চেতনা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে শিল্প-সাহিত্য-ঐতিহ্য ও নিদর্শন বিরোধীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ন্যায়বিচারের প্রতীক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে ম্যুরাল, স্মারক স্তম্ভ, ভাস্কর্য, নাম ফলক, শিল্পকর্ম, শিল্পস্থাপনা, বাদ্যযন্ত্র, সিনেপ্লেক্স, থিয়েটার, হাই-টেক পার্ক, রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয়, দলীয় অফিস, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, ভাঙচুর, লুটতরাজ, অগ্নিসংযোগ, প্রাণনাশসহ রক্তাত্ব ঘটনার সাথে জড়িত ঘাতকদের অর্থদাতা এবং পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচারের দাবি করছে প্রজন্মের চেতনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিরাজমান পরিস্থিতির সুযোগ নিয়ে নৈরাজ্যকারী আর সুযোগসন্ধানীরা দেশের শিল্প-সাহিত্য-ঐতিহ্য ও নিদর্শন ধ্বংস করে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাধিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্টদের নৈতিক দায়িত্ব জাতি-ধর্ম-বর্ণ-দল মতের ঊর্ধ্বে উঠে, জানমাল-নিদর্শন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী ঘাতকদের অর্থদাতা এবং পরিকল্পনাকারীদের বিচার নিশ্চিত করা।









