Advertisements
র্যাবের তদন্তে বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য। দুই হাত দিয়ে নাক-মুখ চেপে হত্যা করেন নিজের মাকে। দুই হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজের ভেতর রেখে দেন। এরপর ডাকাতির ঘটনা সাজানোর জন্য বাসায় থাকা কুড়াল দিয়ে বাসার আলমারিতে কোপ দেন।








