ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে জারি করা ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্কই থাকবে। এদিকে দেশের উত্তরাঞ্চলে শীত জেঁকে বসতে শুরু করেছে।
পূর্বাভাস অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।
কুড়িগ্রামে তাপমাত্রা নেমে গেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে টানা কয়েকদিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামার পর মঙ্গলবার তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে নেমেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তথ্য নিশ্চিত করেছে।
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা বা সংকেত দেখানোর প্রয়োজন নেই।









