সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশি কর্মীদের জন্য আজ থেকে আবারও ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস।
বুধবার ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের শেষে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
এসময় সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা করবে সৌদি আরব। বৈঠকের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। আমরা আশা করছি, দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে।









