৭ম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পাবলিক স্পিকিং ইভেন্ট। ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে ঢাকার ফার্মগেটস্থ খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আগামী ২৫ আগস্ট শুক্রবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শিক্ষার্থী, তরুণ পেশাদার এবং নতুন উদ্যোক্তাদের ক্যারিয়ারে উন্নতি এবং স্কিল বৃদ্ধির জন্য দেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্ম হলো রাইজ এভাব অল (Rise Above All)।
এই বছরের মূল স্পিকারদের মধ্যে যারা যারা থাকছেন—সংসদ সদস্য শেখ তন্ময়, রবি আজিয়াটা লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য রুবানা হক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এমডি ও সিইও শেহজাদ মুনিম, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও আয়মান সাদিক, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, নেসলে বাংলাদেশ লিমিটেড-এর বিক্রয় পরিচালক সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিকস প্রাইভেট লিমিটেডের সিইও জারা মাহবুব, চলচ্চিত্র অভিনেত্রী নাজিফা তুশি, অনলাইন কন্টেন্ট নির্মাতা রাকিন আবসার।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে প্রতিভাবান তাহসান খানের সংগীত অধিবেশনের মধ্য দিয়ে।
এছাড়াও এই ইভেন্টে গ্রামীণফোন একাডেমীর একটি লার্নিং সেশন, বিডিজবসের একটি ক্যারিয়ার সেশন এবং দারাজ বাংলাদেশের একটি প্রভাবশালী মার্কেটিং সেশনের আয়োজন করা হবে।
ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির চিফ ইন্সপিরেশনাল অফিসার গোলাম সামদানি ডন, হোস্ট হিসাবে ইভেন্টটি পরিচালনা করবেন।
এই বছর, Rise Above All বার্জার, দারাজ, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, ওয়ালটন, নেস্ক্যাফে, ডাবুর ভাটিকা, ইশো, স্বপ্ন, শেলটেক গ্রুপ, মন্নো সিরামিক, কুল, আরএকে রুচিসহ দেশের সবচেয়ে সুপরিচিত কিছু ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করছে। গ্রামীণফোন একাডেমি, লেইস, পেপসি, পোলার, পারফেটি ভ্যান মিল, ইবিএল, ড্যান কেক, গ্লোরিয়া জিন্স,ডেটল, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, বিডিজবস, ব্রুভানা, ঢাকা লাইভ, ফিট এলিগেন্স, ইন্ট্রো কার্ড, স্টেপ ফুটওয়্যার, ইন্ডালজ, আইসিই টুডে, বিজনেস টাইম, মাস্ট্যাশ, এলিট ফোর্স, রেডিও ফুর্তি, কার্নিভাল ইন্টারনেট, ইকিগাই এইচআর, এবং ডিএস এডুকেশন এই বছরের সকলের অনুপ্রেরণা ও সাফল্যের একটি দর্শনীয় মিলন হওয়ার প্রতিশ্রুতি দেয়।
রেজিস্ট্রেশন এবং আরও বিস্তারিত জানতে- httphttps://tickify.live/tickets/rise-above-all-2023s:







