জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্স ও জার্মানীর রাষ্ট্রদূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ একথা জানান। বৈঠকে বাংলাদেশের জন্য বহুমাত্রিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দুইদেশের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচানা হয়েছে।






