দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কার্যালয় থেকে পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪(২)(ঘ) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার থেকেই স্পিকারের পদত্যাগ কার্যকর ধরা হয়েছে।
এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্র জমা দেন।









