চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আর্জেন্টিনাকে ভালোবাসার অনন্য উদাহরণ বাংলাদেশ: আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

আবারও দূতাবাস চালু করছি

আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো বলেছেন: ১৯৭৪ সালে বাংলাদেশ আর্জেন্টিনা দূতাবাস খোলা হয়, কয়েকবছর পর জান্তা সরকারের সময় দূতাবাস বন্ধ হয়ে যায়। তারপরও বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গিয়েছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যায়নি, সেজন্যই আবারও বাংলাদেশে দূতাবাস চালু করছি।

সোমবার বনানীতে আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Bkash

সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো বলেন: এই সম্পর্কে খেলাধুলা, ফুটবল, সাংস্কৃতি সব দিক থেকে উন্নতি হবে। বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার ভালোবাসা আছে। যে কারণে আজ এখানে দূতাবাস খোলা হলো। এতে দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পাবে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের জন্য আনন্দের মুহূর্ত, এটি ঐতিহাসিক ঘটনা। অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে। এই দূতাবাসের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালও হবে। ফুটবল বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। আর্জেন্টিনাও ইতিবাচক সাড়া দেয়। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্ক উন্নত হবে। এটা শুধু দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়নই নয়, বরং দেশের জনগণের আবেগেরও বিষয়।

Reneta June

১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন সামরিক জান্তা আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ৪৫ বছর পর দেশটি আবার বাংলাদেশে তাদের দূতাবাস খুলছে।

এতদিন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস না থাকায় দেশটির ভিসার জন্য বাংলাদেশীদের ভারতে আর্জেন্টিনা দূতাবাসে যেতে হতো।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View