পাকিস্তানে সংবিধানের ২৬তম সংশোধনী বিল পাস হয়েছে। এই বিলে বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে প্রধানমন্ত্রী এবং সংসদের ক্ষমতা বাড়ানো হয়েছে। এখন থেকে দেশটির প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন।
আলজাজিরা জানিয়েছে, সোমবার (২১ অক্টোবর) বিলটিতে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অনুমোদন দিয়েছেন। এর আগে বিলটিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বিলটি পাস হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই দেশটিতে বিতর্ক চলছিল।
সংশোধনীতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন একটি সংসদীয় কমিটির মাধ্যমে নির্বাচিত হবেন এবং তিন বছরের মেয়াদ থাকবে। এছাড়া নতুন একটি সাংবিধানিক বেঞ্চ গঠিত হবে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, এটি একটি ঐতিহাসিক দিন। সংসদের আধিপত্য নিশ্চিত করা হয়েছে। আজকের ২৬তম সংশোধনী শুধু একটি সংশোধনী নয়, এটি জাতীয় সংহতি ও ঐকমত্যের উদাহরণ।
গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়। নির্বাচনের পর থেকে সরকার ও দেশটির শীর্ষ আদালতের মধ্যে উত্তেজনা বাড়তে দেখা যায়। এমতাবস্থায় ভোটাভুটিতে খুব কম ব্যবধানে এই সংশোধনী পাস হয়। সরকার বলছে, এই সংশোধনী দেশটির আদালতকে পার্লামেন্টের ওপর ‘হস্তক্ষেপ’ করে, এমন রায় দেওয়া থেকে বিরত রাখবে।









