১৯৫২ সালের গোথিক রোমানিয়ার দুর্গম চার্চ থেকে ১৯৮১ সালের বৃষ্টিস্নাত ব্রোকফিল্ড, দ্য কনজুরিং ইউনিভার্সের কল্যাণে পুরোটাই এখন দর্শকের চেনা। কনজুরিং ইউনিভার্স যেন ফিরিয়ে এনেছে ছেলেবেলার বৃষ্টিভেজা নির্জন রাতের ভৌতিক গল্পের বাস্তব অনুভূতি। পর্দার গা ছমছমে পরিবেশে কাঁথা-কম্বল মুড়িয়েও যেন হাড় হিম হয়ে যায়। ভয়ে কেঁপে ওঠে শরীর।
শুধু হরর সিনেমার জগতেই নয়, পুরো হলিউডেই কনজুরিংকে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বলে বিবেচনা করা হয়। এ যাবৎ আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির। যার প্রায় সবগুলোই সাফল্যের খাতায় নাম লিখিয়েছে। এর মধ্যে অন্যতম একটি নাম ‘দ্য নান’।
২০১৮ সালে মুক্তি পাওয়া কনজুরিং সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম ছবি ছিলো এটি। আদিভৌতিক গল্পের এই সিনেমাটি দর্শকদের দারুণ সাড়া পায়। এরপর এই ফ্রাঞ্চাইজির আরও কয়েকটি সিনেমা মুক্তি পেলেও ‘দ্য নান’-এর সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষা করতে হলো পুরো পাঁচ বছর। ভয় আর রোমাঞ্চের অদ্ভুত অভিজ্ঞতা যারা নিতে চান তারা এরইমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন নিশ্চয়ই। কারণ প্রথম ছবিটি যারা দেখেছেন তারা কোনভাবেই এ ছবি মিস করতে চাইবেন না।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য নান ২’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ছবিটি।
স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শুক্রবার থেকে দৈনিক ২০টির মতো শো রয়েছে সিনেমাটির।
কনজুরিং ফ্রাঞ্চাইজির নবম ছবি ‘দ্য নান ২’। এ ছবির গল্প লিখেছেন জেমস ওয়ান ও গ্যারি ডোবারম্যান। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও অভিনয় করতে দেখা যাবে ডেমিয়েন বিচার, টেইসা ফার্মিগা, জোনাস বল্কুয়েট, বনি এরন্স, ইনগ্রিড বিসু, প্যাট্রিক উইলসন ভেরা ফার্মিগা, লিলি টেলর ও সান্দ্রা টেলেসের মতো তারকাদের। তবে পরিবর্তন এসেছে পরিচালনায়। প্রথম ছবির পরিচালক করিন হার্ডির পরিবর্তে এবারের ছবি পরিচালনা করেছেন মাইকেল শাভেজ।
মুক্তির আগেই এ সিনেমা নিয়ে ওয়ার্নারব্রোস স্টুডিওর ব্যাপক তোড়জোড় দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বিগত দিনের কনজুরিং সিরিজের সব সিনেমার রেকর্ড ভেঙে দেবে ‘দ্য নান ২’।







