জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়ে গেছে। এটি একটি রেকর্ড এবং টানা ৫৫ বছর ধরে এই সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি ছিলেন ৯৯ হাজার ৭৬৩ জন। গত বছরের তুলনায় এই সংখ্যা ৪ হাজার ৬৪৪ বেশি।
শতবর্ষী নারীর সংখ্যা ছিল ৮৭ হাজার ৭৮৪। এটি মোট সংখ্যার প্রায় ৮৮ শতাংশ।
জাপানের সবচেয়ে বয়স্ক নারী ছিলেন ১১৪ বছর বয়সী কাগাওয়া শিগেকো। তিনি নারা জেলার ইয়ামাতোকোরিইয়ামা শহরের বাসিন্দা।সবচেয়ে বয়স্ক পুরুষ ছিলেন শিযুওকা জেলার ইওয়াতা শহরের ১১১ বছর বয়সী মিযুনো কিইয়োতাকা।
সূত্র: এনএইচকে নিউজ









