ছাত্রদের নতুন দলের প্রধান কে হচ্ছেন নির্দিষ্ট করে না বললেও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, নাহিদ ইসলাম বা ছাত্রদের প্রতিনিধিত্ব করা অন্য কোন উপদেষ্টা চাইলে দলের হাল ধরতে পারেন।
তিনি আরো জানান, চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ করবে তরুণদের এ দল। জনমত জরিপে নতুন দলের নাম হিসেবে ‘নাগরিক অধিকার পার্টি’, ‘নাগরিক মর্যাদা’ ও ‘জাস্টিস পার্টি’র মতো নামের প্রস্তাব এসেছে।
প্রতীক হিসেবে অভ্যুত্থানের চিহ্ন নেওয়ার পক্ষে মত এসেছে বলেও জানিয়েছেন সামান্তা শারমিন।








