Advertisements
নতুন মন্ত্রিসভার শপথ আজ। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার রাতে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। বর্তমান মন্ত্রিসভা থেকে ২৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বাদ পড়েছেন। নয়জন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী নতুন এসেছেন।






