টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ে ঢাকায় নেদারল্যান্ডস এম্বাসি এবং চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অনুষ্ঠানের মাধ্যমে আলু চাষের ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরবেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যমব্যক্তিত্ব শাইখ সিরাজ।
বাংলাদেশে সাধারণ মানুষের কাছে আলু দিয়েই হল্যান্ড বা নেদারল্যান্ডসের পরিচিতি। সেই আলুকে কেন্দ্র করেই এবার তিন পর্বের টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার হবে। এ বিষয়ে ঢাকায় নেদারল্যান্ডস এম্বাসি ও চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়।
খাদ্য হিসেবে আলু যেমন পুষ্টিকর, তেমনই কৃষিপণ্য হিসেবে এর গুরুত্ব অনেক। ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের নির্মাতা কৃষি উন্নয়ন ও গণমাধ্যমব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, আমাদের দেশে আলু চাষের ইতিহাসে নেদারল্যান্ডস জড়িয়ে আছে।
কৃষি নিয়ে চ্যানেল আই এবং শাইখ সিরাজের কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নেদারল্যান্ডসের চার্জ দ্য এফেয়ারস থাইজ ভদস্ত্রা। অনুষ্ঠানের মাধ্যমে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হবে বলে আশা করছে নেদারল্যান্ডস এম্বাসি ও চ্যানেল আই।







