সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা আরও একবার বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন–২ শাখা থেকে ১১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর ৬৪,৬৫সহ ১৫টি ধারার অধীনে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বেসামরিক প্রশাসনকে সহায়তার সময় নির্দিষ্ট আইন প্রয়োগের অনুমতি দেওয়া হলো।
এ সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবেন।
প্রজ্ঞাপনটি ১২ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।









