আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলগুলোর ব্যস্ত সূচি। কোন দেশ খেলছে প্রীতি ম্যাচ, কোন দেশ বিশ্বকাপ বাছাই। মেক্সিকো প্রীতি ম্যাচ খেলতে গেছে যুক্তরাষ্ট্রে, প্রতিপক্ষ জাপান। মাঠে নামার আগে অনুশীলন করার সময় মেক্সিকান দলটি চুরির শিকার হয়েছে।
ঘটনা যুক্তরাষ্ট্রের অকল্যান্ড শহরে। এলাকাটি উচ্চমাত্রায় অপরাধের জন্য চিহ্নিত। অজ্ঞাতপরিচয়ের একদল লোক মেক্সিকো দলের সরঞ্জাম বহনকারী একটি ভ্যান থেকে প্রশিক্ষণের সরঞ্জামসহ একটি ট্রাঙ্ক চুরি করে নিয়ে গেছে। ঠিক কোন জিনিসগুলো চুরি হয়েছে তা জানায়নি মেক্সিকো কর্তৃপক্ষ। স্কোয়াডের শারীরিক এবং কৌশলগত কাজের অপরিহার্য অংশ কিছু জিনিস চোর নিয়ে গেছে।
মেক্সিকান গণমাধ্যমে খবর, তাদের একটি সংবাদমাধ্যমের ভ্যানও আগে ডাকাতির শিকার হয়েছে। যেমন মেক্সিকো দলের সাথে ঘটেছে। কোন ক্ষেত্রেই অবশ্য হতাহতের ঘটনা ঘটেনি। উভয়ক্ষেত্রেই খুব দ্রুত ঘটনা ঘটে গেছে।
মেক্সিকো দল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার পরও হাভিয়ের আগুয়েরের শিষ্যরা জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি অব্যাহত রেখেছে। শনিবার সকাল ৮টায় তারা জাপানের মুখোমুখি হবে।









