তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। চলতি মাসে স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে। এমন অবস্থার মধ্যেই কিছুটা স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, আজ বেলা ১২টার আগেই রাজধানীতে বৃষ্টি হবে। এছাড়াও সিলেট, যশোর, ঝিনাইদাহ অঞ্চলেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আজ সকালে মাওনা পয়েন্টে বৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
আবুল কালাম মল্লিক বলেন, ৭ এপ্রিল বৃষ্টির পর ৮ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমে আসবে। যদিও এরপর আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে ।







