ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয়-পরাজয়ের কিছু নেই। জুলাই বিপ্লবের সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও আজাদী আন্দোলনের শহীদ এবং ছাত্রলীগের নির্যাতনে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নির্বাচনে বিজয়ের পর ভিপি সাদিক বলেন, শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের যে আমানত রেখেছেন, ইনশাআল্লাহ আমরা সেই আমানতের হক আদায় করব। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থেমে থাকব না।
তিনি আরও বলেন, আমি ভিপি হিসেবে পরিচয় দিতে চাই না, আমি পরিচিত হতে চাই বোনের ভাই, ভাইয়ের ভাই হিসেবে। আগেও যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই থাকব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে সবটুকু দিয়ে দাঁড়াব ইনশাআল্লাহ।
ঢাবিকে একটি নিরাপদ, সমন্বিত ও একাডেমিকভাবে সমৃদ্ধ ক্যাম্পাসে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে সাদিক বলেন, সব মত-পথের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে কাজ করব। বিশ্ববিদ্যালয় হবে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট। প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীরা পাবে চমৎকার একাডেমিক পরিবেশ।
নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষাই আমাদের প্রত্যাশা। আমাদের সঙ্গে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা প্রত্যেকেই আমাদের পরামর্শদাতা।
এদিকে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে বিজয়ী এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীরা যে আমানত আমাদের দিয়েছেন, সেটি রক্ষা করাই এখন আমাদের প্রধান দায়িত্ব।
তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর বিজয়। কেউ যেন এটিকে ছাত্রশিবির বা ফরহাদের বিজয় হিসেবে না দেখে।
দায়িত্ব পালনকালে কোনো ভুল হলে শিক্ষার্থীদের তা সংশোধন করে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা বিজয় মিছিল করব না। যারা ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহী ছিলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।








