Advertisements
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা এখন শেষ পর্যায়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে লাখ লাখ হাজি পবিত্র আরাফাত ময়দান থেকে মুজদালিফার দিকে রওয়ানা হয়েছেন। পবিত্র হজের খুতবায়, ফিলিস্তিনিদের হেফাজত করতে আল্লাহর কাছে দোয়া চেয়ে মুসলমানদের ঐক্যের বন্ধন দৃঢ় করার আহবান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব। যার যার মোনাজাতে নিজের পরিবার এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা।








