Advertisements
ঐতিহ্যবাহী ফুল মাধবী ফুটেছে বসন্তের প্রথম সপ্তাহেই। প্রতিবছরের মত এবারও রাজধানীর রমনা পার্কে হয়ে গেলো মাধবী বরণ উৎসব। অনুষ্ঠানে ফুল পরিচিতি, আলোচনা, কবিতা পাঠ ও মাধবীর চারা বিতরণের মাধ্যমে বিলুপ্তপ্রায় মাধবীকে বরণ করা হয়।







