উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে কিছুটা কমেছে শীতের তীব্রতা। জেলার তেঁতুলিয়ায় আজ শুক্রবার ২০ ডিসেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা চারপাশ ঢেকে রাখছে। শিশিরের ভারে ভেজা হচ্ছে গাছের পাতা। হিমেল হাওয়ার সঙ্গে শীতের আমেজ যুক্ত হয়ে জনজীবনকে আরও কষ্টদায়ক করে তুলছে। দিনের বেলার রোদ পোহাতে দেখা যায় অনেককেই।
এদিকে, বিভিন্ন হাটবাজারে শীতকালীন পিঠাপুলির দোকান গড়ে উঠেছে, যা শীতের এক বিশেষ চিত্র বহন করছে। তবে শীতের এই আবহাওয়ায় রোগবালাইও বাড়তে শুরু করেছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ে প্রতি বছর শীতের প্রকোপ বেশি থাকে। এ অঞ্চলে শীত দীর্ঘস্থায়ী এবং অন্যান্য জেলার তুলনায় পরে বিদায় নেয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শীত আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উত্তরপশ্চিম দিকে সামান্য অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
২০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ডিগ্রি সে. বৃদ্ধি পেতে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।









