Advertisements
বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজের কর্মচারিদের প্রতারণায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। অনলাইনে আবেদন করে ভর্তির সুযোগ না পাওয়া ওই শিক্ষার্থীদের অফ লাইনে ভর্তির কথা বলে টাকা নেয় কলেজের দুই কর্মচারি। পরবর্তীতে তারা নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়। তবে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে জানতে পারেন তারা শিক্ষার্থী নন। বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ওই শিক্ষার্থীরা।






