চলতি বছরের পবিত্র হজের শেষ ফ্লাইট আজ বুধবার (১২ জুন) দুপুর ২টা ৫ মিনিটে যাত্রা শুরু করবে। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হবে এবারের হজযাত্রা।
বুধবার (১২ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এছাড়া গোলাম কুদ্দুস (৫৪) নামের আর এক হজযাত্রীর মৃত্যুর খবরও জানানো হয়েছে বুলেটিনে। গোলাম কুদ্দুসের পাসপোর্ট নাম্বার A13040526। এই নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
বুলেটিনে আরও বলা হয়েছে, এই পর্যন্ত আগত সর্বমোট হজযাত্রী ৮২,৭৭২ জন। মোট আগত ফ্লাইট সংখ্যা ২০৯টি যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করেছে।









