যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে লেবার পার্টি। ৪শ ৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে লেবাররা। লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। ১৭ই জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।








