তিন বছর আগে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তা বাহিনী বিদ্রোহীদের কাছে আরও একটি বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে। এবার থাইল্যান্ড সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ একটি শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
বিবিসি জানিয়েছে, দেশটির পূর্ব সীমান্তের শহর মায়াওয়াদ্দি দখলে নিয়েছে বিদ্রোহীরা। একইসাথে সেখানকার কয়েকশো সৈন্য বিদ্রোহী বাহিনী ‘কারেনে’র কাছে আত্মসমর্পণ করেছেন।
থাইল্যান্ডের সাথে মিয়ানমারের যেসব ব্যবসা-বাণিজ্য হয়, তার বেশিরভাগই এই সীমান্ত দিয়ে হয়ে থাকে। গত কয়েক সপ্তাহ ধরেই অন্য বিদ্রোহী বাহিনীগুলোর সাথে মিলে এই শহরে হামলা চালিয়ে আসছিল কারেন বিদ্রোহীরা। কারেন ন্যাশনাল ইউনিয়ন এর পক্ষ থেকে জানানো হয়েছে, মায়াওয়াদ্দি শহরের ১০ কিলোমিটার দূরে থানগানিয়াং শহরে অবস্থিত ব্যাটেলিয়নের সেনারা আত্মসমর্পণ করেছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে চীন সীমান্ত সংলগ্ন শান রাজ্যের এলাকা এবং বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বিপুল এলাকা বিদ্রোহীদের কাছে হারিয়েছে সামরিক জান্তা। হাজার হাজার সৈন্য এর মধ্যেই হয় নিহত হয়েছেন অথবা আত্মসমর্পণ করেছেন কিংবা পালিয়ে গেছেন। এর ফলে দেশের বাসিন্দাদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে মিয়ানমারের জান্তা সরকার।







