দায়িত্ব নেওয়ার প্রায় ৬ মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার, মূল্যায়ন সিপিডির। শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের ভুল নীতিকে এর জন দায়ী করেছে গবেষণা সংস্থাটি। বুধবার সংবাদ সম্মেলনে তারা বলেছেন, সরকার জনপ্রিয়, ভাবমূর্তি ভালো কিন্তু রাজনৈতিক ম্যান্ডেট নাই, কাজেই অনিশ্চয়তা কাটাতে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরত যেতে হবে। জিনিসপত্রের দাম কমাতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু বাজারে দাম কমাতে সরকারের সেসব উদ্যোগ একেবারেই ব্যর্থ হয়েছে বলেও মত দিয়েছেন সিপিডির গবেষকরা।








