চাঁদপুরের মেঘনা নদীতে একসঙ্গে গোসলে নেমে স্ত্রীর সামনেই ডুবে গেলেন স্বামী।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৭টায় চাঁদপুর শহরের বড়স্টেশন লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজের নাম জহিরুল ইসলাম (৩০)।
জহিরুলের বাড়ি বরিশালে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। জহিরুলের স্ত্রী মনিরা বেগম জানান, কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন জহিরুল। আজ সকালে একসঙ্গে গোসল করতে নামেন দু’জন। এর কিছুক্ষণ পরেই পানিতে তলিয়ে যান জহিরুল।
জহিরুলের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে বিআইডাব্লিউটিএ ও নৌ-ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল। তীব্র স্রোতে সে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, ‘জহিরুলের মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে সন্ধান কার্যক্রম চালানো ব্যাহত হচ্ছে।’









