নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার তিনশ’ আসনেই ইভিএমে ভোট চাইলেও এ বিষয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে তা-ই মেনে নেয়া হবে। বিকেলে ঢাকা উত্তর আওয়ামী লীগের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে আন্দোলনে নেমে বিএনপি ব্যর্থ হয়েছে।