Advertisements
আইনমন্ত্রী বলেছেন, ধর্ম নিরপেক্ষতা সংক্রান্ত ৭২ এর সংবিধানে ফিরে যেতে চায় সরকার। তবে এজন্য আরো আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি মনে করেন, সংসদ সদস্যদের কারও না কারও কাছে দায়বদ্ধ থাকতে হবে, তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকা প্রাসঙ্গিক। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি হওয়ার পর সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।






