স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তার দায়িত্ব সরকারের।
তিনি বলেন, এবারের পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ। ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে মাঝে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা।
আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে রোববার পর্যন্ত সারা বাংলাদেশে নিরাপত্তার জন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পূজার পরেও তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি কোথাও কোন দুর্ঘটনা ঘটবে না। যদি ঘটে তবে সাথে সাথে যোগাযোগ করার অনুরোধ করছি।









