Advertisements
২৫ মানেই পরিণত, ২৫ মানেই শেকড় শক্ত, ২৪ শেষ করে ২৫শে পা রাখলো লাল সবুজের চ্যানেল আই। কোটি মানুষের ভালোবাসা সাথে নিয়ে চ্যানেল আই পেরিয়ে এসেছে ২৪টি বছর। সবার ভালোবাসায় সামনে পার করতে চায় শত বছর। এই প্রত্যাশা রেখে ২৫শে পা রাখার প্রথম প্রহরে রাত ১২টায় চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যসহ দেশের প্রখ্যাত ব্যক্তিরা কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা ভাগ করে নিয়েছেন।







