বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমা।
আখেরি মোনাজাতকে ঘিরে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিশ্ব ইজতেমার ময়দানের পাশে পুলিশ কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, রাত ১২টার পর থেকে বিশ্ব ইজতেমার আশপাশের কয়েকটি রোড বন্ধ রাখা হবে। সেগুলো হলো: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত, কামারপাড়ার রোড, আশুলিয়ায় রোডের আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত।
এছাড়া গাজীপুর জেলা প্রশাসক ইজতেমা তদারকিতে সারাক্ষণ মোবাইলকোর্ট পরিচালনা করছেন বলেও জানান। আগামিকাল সকাল ১০টায় আখেরি মোনাজাতের কথা রয়েছে।








