দেশজুড়ে কর্মসূচির মধ্য দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক জাগরণ স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
আজ (২৯ মে) বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশজুড়ে চলমান কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের জাতীয় ঐক্যের ইঙ্গিতই পাইনি, বরং জনগণ নতুন প্রজন্মের লড়াইয়ের পুনর্জাগরণ প্রত্যক্ষ করেছে।
তিনি আরও বলেন, তরুণরা নিজেদের অধিকার রক্ষায় আবার সংগঠিত হচ্ছে, কথা বলছে, নেতৃত্ব দিচ্ছে। তারা বুঝে গেছে, ভোটাধিকার শুধু একটি ভোট দেওয়ার বিষয় নয়—এটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের একটি শক্তি। তরুণদের ভোটাধিকার হরণ আজ একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে।
মোনায়েম মুন্না আরও বলেন, এটি কেবল সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয় নয় বরং একটি প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত করার একটি নিষ্ঠুর উদাহরণ। ইতিহাস সাক্ষ্য দেয়, অতীতেও এই দেশের তরুণরাই ভোটের অধিকার ছিনিয়ে এনেছিল। আজ আবার সেই একই সংকট দেখা দিয়েছে।
বিএনপির তিন অঙ্গ সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ৮ দিনব্যাপী কর্মসূচি শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আয়োজিত প্রতিটি দুইদিনের কর্মসূচির প্রথম দিনে ছিল “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার এবং দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।”









