Advertisements
চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও কারফিউর কারণে গাইবান্ধায় কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থানীয় হাট বাজারে পাইকার কমে গেছে। এতে উৎপাদিত শাক-সবজিসহ বিভিন্ন ফসল বিক্রি করতে পারছেনা কৃষক। সবজি ভেদে মনপ্রতি ৪শ’ থেকে ৮শ’ টাকা পর্যন্ত দাম কমেছে বলছেন কৃষক।








