একটি মৃত্যু, একটি বর্ণাঢ্য ইতিহাস, বলছিলাম ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কথা। ২০১৫ সালে যিনি রানী ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি রানীর মর্যাদা লাভ করেছিলেন। অনেকে হয়তী তাঁকে ব্রিটেনের রানী ভেবেই ভুল করেন। তবে তাঁর ঐতিহাসিক কর্মময় জীবন শুধু ব্রিটেনই সীমাবদ্ধ ছিলো না। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজ্যিল্যান্ডসহ কমনওয়েলথভুক্ত ১৫টি দেশের রানী ছিলেন তিনি। ইতিহাসের এই অনবদ্য সাক্ষী থামলেন ৯৬ বছর বয়সে; আর তাতে যেন থমকে দাঁড়ালো ইতিহাসও।







